Loading...

কারো পৌষ মাস কারো সর্বনাশ!কথায় আছে কারো পৌষ মাস কারো সর্বনাশ! অনেক সময় এমন হয় যে কেউ একটা ছবি তুলছে অথচ তার ছবির ব্যাকগ্রউন্ডে তুলকালাম কাণ্ড ঘটে যাচ্ছে! এই ধরনের ছবিগুলো প্রায় সব সময় হাস্যকর হয়। তবে পেছনে যার তুলকালাম কাণ্ড ঘটে যাচ্ছে তার কিন্তু অবস্থা খারাপ হয়েছে অবশ্যই।

বর্তমান সময়ে প্রায় সবারই ক্যামেরা রয়েছে। মোবাইল ক্যামেরা থেকে শুরু করে ডিএসএলআর ক্যামেরা এখন প্রায় সব সময় সবার কাছেই থাকে। তাই কারণে অকারণে এখন সবাই ছবি তুলতে অভ্যস্ত। যেখানে সেখানে এই ছবি তোলার হিড়িকের কারণে এখন প্রায়ই কিছু ছবিতে অনাকাঙ্ক্ষিত সব দুর্ঘটনাও ঘটে যাচ্ছে।

আমরা আজ আপনাদের সামনে এমন কিছু ছবি উপস্থাপন করছি যেগুলো কারো সর্বনাশের ঠিক আগমুহূর্তে তোলা হয়েছে!

Loading...

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

তথ্যসূত্রঃ BRIGHT SIDELike it? Share with your friends!

কারো পৌষ মাস কারো সর্বনাশ!

log in

reset password

Back to
log in